Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। নারী উন্নয়ন ও জেন্ডার সমতার লক্ষ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG), দরিদ্র বিমোচন কৌশলপত্রের (PRSP) রাজস্ব ও উন্নয়ন কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন।

০২। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে নারী উন্নয়নে গৃহীত সরকারী/বেসরকারী উদ্দ্যোগ ও কার্যক্রমের সমন্বয় সাধন।

০৩। ভিজিডি(VGD) কার্যক্রমের আওতায় দরিদ্র ও দুঃস্থ মহিলাদের ২ (দুই) বৎসর মেয়াদী খাদ্য সহায়তা প্রদান।

০৪। বৃত্তিমূলক ব্যবহারিক প্রশিক্ষনের অংশ হিসাবে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ (পাঁচ) টি ট্রেডে (WTC) বিনামূল্যে প্রশিক্ষন প্রদান কার্যক্রম।

০৫। মাসিক ৩৫০/-(তিনশত পঞ্চাশ টাকা মাত্র) হারে দরিদ্র মায়েদের মধ্যে মাতৃত্বভাতা প্রদান কার্যক্রম।

০৬। কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় মাসিক ৩৫০/- (তিনশত পঞ্চাশ টাকা মাত্র) হারে দরিদ্র কর্মজীবি মায়েদের সহায়তা প্রদান কার্যক্রম।

০৭। নারী নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ গ্রহন ও ব্যবস্থা গ্রহন কার্যক্রম।

০৮। বাল্য বিবাহ, যৌতুক, নারী ও শিশু পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম ও ব্যবস্থা গ্রহন।

০৯। মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের নিবন্ধন, নিয়ন্ত্রন ও তদারকী কার্যক্রম।

১০। আবেদনের ভিত্তিতে নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশুদের অনুদান প্রদান কার্যক্রম।

১১। মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচী

১২। ঘূর্ণায়মান তহবিলের মাধ্যমে দরিদ্র মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচী

১৩। কর্মজীবি ও শ্রমজীবি মায়েদের শিশুদের জন্য ঢাকাসহ বিভাগীয় শহরে দিবাযত্ন কেন্দ্র পরিচালনা।

১৪। নারীর প্রতি সহিংসতা  রোধ সহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী গ্রহন।

১৫। নির্যাতিত নারী ও শিশুদের আইনগত সহায়তা প্রদানসহ এসিডদগ্ধ নারীদের আশ্রয় ও চিকিৎসাসেবা প্রদান করা।

১৬। নারী  উন্নয়ন ও জেন্ডার সমতা স্থাপনে জাতীয় নারী উন্নয়ন নীতি ও CEDAW সনদ বাস্তবায়নে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।