Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভিজিডি
বিস্তারিত

ভিজিডি কার্যক্রম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ভিজিডি কর্মসূচী বাংলাদেশের গ্রামীণ দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে বাস্তবায়িত একটি অন্যতম সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম, যা সম্পূর্ণরূপে দুঃস্থ পরিবার বিশেষতঃ মহিলাদের জীবনমান উন্নয়নে কাজ করে।

  • মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ভিজিডি কর্মসূচী বাংলাদেশের গ্রামীণ দুঃস্থ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে বাস্তবায়িত একটি অন্যতম সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম, যা সম্পূর্ণরূপে দুঃস্থ পরিবার বিশেষতঃ মহিলাদের জীবনমান উন্নয়নে কাজ করে।

 

  • কর্মসূচীর উদ্দেশ্যঃ বাংলাদেশের দারিদ্রপীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করা, যাতে তারা বিদ্যমান খাদ্য  নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্র স্তরের উপরের অবস্থানে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে।

 

  • কর্মসূচীর সেবাসমূহঃ ভিজিডি উপকারভোগী মহিলাদের মাসিক ৩০ কেজি প্যাকেটজাত খাদ্য (চাল) সহায়তা প্রদান এবং চুক্তিবদ্ধ এনজিও’র মাধ্যমে প্রশিক্ষণ প্রদান।

 

  • কর্মএলাকা  উপকারভোগীর সংখ্যাঃ দেশের ৪৯৩ টি উপজেলার ৪৫৭৯টি ইউনিয়নে ১০,৪০,০০০ (দশ লক্ষ চল্লিশ হাজার) উপকারভোগী মহিলাকে খাদ্য (চাল) প্রদান করা হচ্ছে । খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি  উপকারভোগীদের মধ্যে প্রশিক্ষণ প্রদানের জন্য এনজিও নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে ।

 

  • ২০০৯ থেকে জুন, ২০২০ পর্যন্ত মোট ৯১.৮০ লক্ষ নারী উপকারভোগীদেরকে এ ভিজিডি কর্মসূচির মাধ্যমে চাল প্রদান করা হয়েছে।

 

  • উন্নয়ন প্যাকেজ সেবাঃ গত ২০১৭-২০১৮ ভিজিডি চক্রে চুক্তিবদ্ধ ৪১৪ টি এনজিও’র মাধ্যমে উপকারভোগী মহিলাদের জীবনদক্ষতা ‍উন্নয়ন ও আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

 

  • জীবনদক্ষতা ‍উন্নয়ন প্রশিক্ষণঃ চুক্তিবদ্ধ এনজিও কর্তৃক উপকারভোগী মহিলাদের ভিজিডি কর্মসূচী, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা, দুর্যোগ ব্যবস্থাপনা

 

  • ইনভেস্টমেন্ট কমপোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি)ঃ বিশ্বখাদ্য কর্মসূচীর সহযোগিতায় ০৮ টি উপজেলায় পাইলট প্রোগ্রাম হিসেবে ইনভেস্টমেন্ট কমপোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) কার্যক্রম পরিচালনা করা হয়েছে; যার আওতায় ৮০০০ (আট হাজার ) উপকারভোগীকে মাসিক ৩০ কেজি হারে পুষ্টিচালের পাশাপাশি আয়বর্ধক  কর্মকান্ড তথা উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে প্রত্যেক উপকারভোগীকে ১৫০০০/- (পনেরো হাজার) টাকা নগদ দেওয়া হয়েছে ।

 

  • ভিজিডি সফটওয়্যারঃ ভিজিডি কর্মসূচীর আওতায় http://www.dwavgd.gov.bd শিরোনামে প্রস্তুতকৃত সফটওয়্যার এর মাধ্যমে ভিজিডি উপকারভোগী নির্বাচন এবং প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং – এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।