Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“জয়িতা অন্বেষনে বাংলাদেশ-২০২৩” শীর্ষক কার্যক্রমে অংশগ্রহনের জন্য জয়িতাদের তথ্য প্রদান।
বিস্তারিত


গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপপরিচালকের কার্যালয়

মহিলা বিষয়ক অধিদপ্তর

রাজবাড়ী

শেখ হাসিনার বারতা

নারী-পুরুষ সমতা

স্মারক নং : ৩২.০১.৮২০০.০০১.১৮.০৩৪.২১.৮৮৪                                                তারিখ: ১৭/০৯/২০২৩ খ্রি:

বিষয়: “জয়িতা অন্বেষনে বাংলাদেশ-২০২৩” শীর্ষক কার্যক্রমে অংশগ্রহনের জন্য জয়িতাদের তথ্য প্রদান।


উপর্যূক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, প্রতিবছরের ন্যায় এ বছরও “জয়িতা অন্বেষনে বাংলাদেশ-২০২৩” কার্যক্রম শুরু হয়েছে। সমাজের বিভিন্ন  ক্ষেত্রে (নির্ধারিত ৫ টি ক্যাটাগরী ১. সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জণকারী নারী  ২. শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জণকারী নারী  ৩. সফল জননী নারী ৪. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জণকারী নারী  ৫. নির্যাতনের বিভিীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী) সফল নারীদেরকে সম্মাননা জানানোর উদ্দেশ্যে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ-২০২৩ এর কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ নারীদের ক্রমান্বয়ে উপজেলা , জেলা  ও বিভাগীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হবে।


           আপনি নিজে বা আপনার জানামতে যদি উল্লেখিত ক্যাটাগরীতে সম্মাননা জানানোর মত কোন যোগ্য সফল নারী থেকে থাকেন, তবে সংযুক্ত নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথভাবে পূরণপূর্বক আগামী ৩০/১০/২০২৩ খ্রি: সোমবার অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে সরাসরি/ ডাকযোগে বা ইমেইলে প্রেরণের /পৌছানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 


(বি:দ্র: ১। আবেদনপত্রের সাথে আবেদনকারীদের বিভিন্ন প্রমাণপত্র যেমন: নিজ নিজ কার্যের উন্নয়নের ছবি, বিভিন্ন প্রশংসাপত্রের কপি, আবেদনকারীর উন্নতির সচিত্র প্রতিবেদন সহ আবেদনকারীর উন্নতির তুলনামূলক চিত্র প্রয়োজনে আবেদনফরম পূরণসহ পৃথক কাগজে বিস্তারিত জীবনবৃত্তান্ত সংযুক্ত করার জন্য অনুরোধ করা হলো।

২। আবেদনকারীর ২ কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, আবেদনকারীর মোবাইল নম্বর আবশ্যিকভাবে সংযুক্ত করার জন্য অনুরোধ করা হলো।

৩। ইউনিয়নের আবেদনকারীদের জন্য ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, সচিব ও চেয়ারম্যানের সনাক্তরণ স্বাক্ষর প্রয়োজন। পৌরসভার আবেদনকারীর জন্য পৌরসভার মহিলা মেম্বার ও পৌর মেয়রের স্বাক্ষর প্রয়োজন)

৪। আগামী ৩০/১০/২০২৩ খ্রি: তারিখের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ  রাজবাড়ী সদর উপজেলার আবেদন নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে দাখিলের অনুরোধ করা হলো। অন্যান্য উপজেলার আবেদন সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে প্রেরণের অনুরোধ করা হলো।)




(মো: আজমীর হোসেন)

উপপরিচালক

মহিলা বিষয়ক অধিদপ্তর

রাজবাড়ী

টেলিফোন: ০২-৪৭৯৯২৬০৫৯

মোবাইল: ০১৭১৫২৫১০৯১

ইমেইল : ddrajbari.dwa@gmail.com

বিতরণ: (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)

১। জেলা প্রশাসক, রাজবাড়ী।

২। পুলিশ সুপার, রাজবাড়ী।

৩। সিভিল সার্জণ , রাজবাড়ী।

৪। মেয়র, রাজবাড়ী পৌরসভা

৪। নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত/ সড়ক ও জনপথ/এলজিইডি, রাজবাড়ী।

৫। উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদর।

৬।……………………………………………………………..., রাজবাড়ী।

৭। চেয়ারম্যান/সচিব, …………………………………. ইউনিয়ন পরিষদ, রাজবাড়ী সদর।

৮। অফিস কপি


ডাউনলোড
প্রকাশের তারিখ
17/09/2023
আর্কাইভ তারিখ
15/11/2024