মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত এমসিবিপি কার্যক্রমের আওতায় ভাতাভোগী নির্বাচন, ভাতার অর্থ বিতরন এবং ভাতার অর্থ উত্তোলণ পর্যায়ক্রম নিম্নরূপ:
ইউনিয়ন পর্যায়ের উপকারভোগীরে ক্ষেত্রে:
১। প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে ৪ থেকে ৬ মাসের গর্ভবতী মায়েরা ভোটার আইডি কার্ড, এ এনসি কার্ড এবং ছবিসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হতে অনলাইনে আবেদন দাখিল করবেন। ইউনিয়ন ইউডিসি সেন্টার হতে আবেদন করতে আবেদন বাবদ সংশ্লিষ্ট উদ্যোক্তারা ৪০/- টাকা ফি নিতে পারবেন। উল্লেখ্য যে, ইউনিয়ন হতে নির্দিষ্ট আইডি- পাসওয়ার্ড দিয়ে আবেদন ব্যতীত অন্য কোন ভাবে আবেদন করা সম্ভব নয়।
২। প্রতিমাসের ২০ তারিখের মধ্যে ইউনিয়ন কমিটি ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে উপকারভোগীদের আবেদন যাচাই-বাছাই পূর্বক অগ্রাধিকারমূলক তালিকা প্রস্তুত করবেন এবং উপজেলা কমিটির আইডিতে এই তালিকা প্রেরণ করবেন।
৩। উপজেলা কমিটি পরবর্তীতে নীতিমালার আলোকে এই তালিকা চূড়ান্ত করবেন এবং ভাতাভোগীর ব্যাংক একাউন্ট বা বিকাশের কোন সমস্যা থাকলে তা সমাধানের নির্দেশনা দিবেন।
৪। পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয় কর্তৃক অর্থ মন্ত্রণালয়কে এডভাইস প্রদান করা হলে বাংলাদেশ ব্যাংক ইএফটি এর মাধ্যমে উক্ত উপকারভোগীর ব্যাংক হিসাবে বা বিকাশে ভাতার অর্থ সময়ে সম,য়ে প্রেরণ করবেন।
৫। উপকারভোগীগন ৩ বছর যাবৎ এই ভাতার অর্থ প্রাপ্ত হবেন।
৬। উল্লেখ্য যে, ভাতা প্রাপ্তির ক্ষেত্রে ভাতার অর্থ সরাসরি উপকারভোগীর হিসাবে জমা হবে। এ বিষয়ে কাহারো কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টির সুযোগ নেই। সুতরাং এ বাবদ কেহ কোন অসাধু প্রস্তাব দিলে/ভাতার টাকা প্রদানের ব্যবস্থা করে দিবে- একথা বললে অথবা কোনরূপ অর্থ দাবী করলে কোনমতেই সে প্রস্তাবে কোন ভাতাভোগীকে সম্মত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। এ ধরনের কোন ঘটনা ঘটলে সরাসরি উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক বা প্রোগ্রাম অফিসারকে তৎক্ষনাৎ বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস